
Sony Smart Presents Hamd & Naat Competition 2025 | Register Now
Registration Form
সনি স্মার্ট প্রেজেন্টস হামদ ও নাত প্রতিযোগিতা ২০২৫
পবিত্র মাহে রমজান উপলক্ষে সনি স্মার্ট ( স্মার্ট ইলেকট্রনিক্স ) এর সৌজন্যে আয়োজিত হচ্ছে ইসলামিক সংগীত হামদ – নাত / গজল প্রতিযোগিতা।
আপনি যদি ইসলামিক গান গাইতে ও শুনতে ভালোবাসেন তবে এই আয়োজনটি আপনার জন্য।
এবং, সেরা দশে স্থান নেয়া সবার জন্যই থাকবে উপহার।
প্রতিযোগিতাটি শুরু হচ্ছে, ১৫-ই ফেব্রুয়ারি ২০২৫, অংশগ্রহন করার শেষ সময় ২৫ শে রমজান পর্যন্ত।
অংশগ্রহণের জন্য প্রথমেই নিচে দেয়া নির্ধারিত লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করলেই আপনার মোবাইলে পৌঁছে যাবে অংশ নেয়ার জন্য ইউনিক কোড নাম্বর।
আমাদের নির্ধারিত এই গ্রুপে পোস্ট করার সময়, অবশ্যই এই ইউনিক কোড উল্লেখ করতে হবে।
যেকোনো মাইক্রোফোন ব্যবহার করে ও ভিডিও ক্যামেরা দিয়েই হামদ – নাত / গজল রেকর্ড করা যাবে।
রেকর্ড করে নির্ধারিত এই গ্রুপে আপলোড করে পোস্ট করতে হবে।
আপলোড করে পোস্ট করার সময় অবশ্যই নিচের তথ্য গুলো লিখতে হবে –
গজল / হামদ / নাত বা যেই ইসলামি সংগীত টি গাইছেন সেটার নামঃ
নিজের নামঃ
নিজ জেলাঃ
ইউনিক কোড নাম্বর আপনার রেজিস্ট্রেশন করে যেই নাম্বর টি পেয়েছেন সেটিঃ
কোনো লিঙ্ক / পেইজ, প্রোফাইল/ চ্যানেল থেকে লিঙ্ক শেয়ার করা যাব না। নিজ প্রোফাইল থেকে গ্রুপে ঢুকে আপলোড করতে হবে।
খালি গলায়, মিউজিক সহ, যেকোনো ভাবেই করা যাবে।
ভিডিওতে যিনি গাইছেন তাকে স্পস্ট ভাবে দেখা যাতে হবে, সঠিক ও স্পস্ট ভাবে দেখা না গেলে পোস্ট এপ্রুভ হবে না।
অংশগ্রহণের শেষ তারিখ ২৫ শে রমজান।
অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা দশ জনকে সনি স্মাট এর পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।
প্রতিযোগিতায় পোস্ট করা গজলের, লাইক, কমেন্ট, ভিউ এবং বিজ্ঞ বিচারক মণ্ডলীর মারকিং এর ভিত্তিতে সেরা দশ নির্বাচন করা হবে।
সাবধানতা ও সচেতনতা –
সনি স্মার্ট প্রেজেন্টস এই প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য কোনো প্রকার এন্ট্রি ফি, বা টাকা / অর্থের প্রয়োজন হয় না। তাই নিজে সচেতন থেকে কোনো প্রকার প্রতারনার ফাদে পা দিবেন না। অন্যথায়, সনি স্মার্ট কর্তৃপক্ষ এই ধরণের কোনো কিছুর জন্য দায়ী থাকবে না।
উল্লেখ্য যে, উক্ত প্রতিযোগিতার যেকোনো ধরণের পরিবর্তনের, পরিবর্ধনের অধিকার ‘সনি স্মার্ট’ কর্তৃপক্ষ সংরক্ষণ করে।